Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

আমাদের অর্জন :
১। সামাজিক নিরাপত্তা বেষ্টনী : অত্র উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় টিআর, কাবিখা, ওএমএস, ভিজিডি, ভিজিএফ, জিআর, খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে সফলভাবে উপজেলার আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। দারিদ্র ও স্বল্প আয়ের মানুষের নিকট বিনামূল্যে/স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী বিলি-বিতরনের মাধ্যমে দারিদ্র দূরীকরণে ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে খাদ্য বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
২। সংগ্রহ কার্যক্রম : কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের কাছ থেকে সরাসরি ধান ও গম ক্রয় করা হয়।এছাড়া চুক্তিবদ্ধ মিলারদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে চাল ক্রয় করা হয়। ফলে একদিকে যেমন কৃষকের  ধান ও গমের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হয় অপর দিকে মিলারদের নিকট হতে চাল ক্রয়ের ফলে চালের বাজার মূল্য স্থিতিশীল থাকে এবং অবৈধ মজুদধারী নিয়ন্ত্রন হয়।  
৩। রেশন সরবরাহ : পুলিশ,মুক্তিযোদ্ধা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারারক্ষী ও কারাবন্দী, ফায়ার সার্ভিস সদস্যদের মাঝে চাল ও গম সুলভ মূল্যে রেশন প্রদান করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত আছে।
৪। খাদ্যশস্য লাইসেন্স প্রদান : এস.আর.ও নং ১১২-আইন/২০১১ এবং এস.আর.ও নং ১১৩-আইন/২০১১ Control Of Essential Commodities Act. 1956 (Act No. 1 of 1956) এর  Section 3 তে প্রদত্ত ক্ষমতা বলে অত্র সদর উপজেলায় খাদ্যশস্য ব্যবসায়ীদের মধ্যে ৪৩ টি পাইকারী এবং ৯৪ টি খুচরা লাইসেন্স প্রদান করা হয়েছে।