Wellcome to National Portal
Main Comtent Skiped

Saber Talika

 সেবা সমূহের তালিকাঃ
সেবার নাম :
১। সরকার নির্ধারিত মূল্যে ওএমএস  (খোলা বাজার ) কার্যক্রমের মাধ্যমে চাল/আটা বিক্রয়।
২। খাদ্য বান্ধব কর্মসূচী।
৩। ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের ফেয়ার প্রাইজ কার্যক্রম।
৪। খাদ্য শস্য সংগ্রহ।
৫। খাদ্য শস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স প্রদান।
৬। ইপি/ওপি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন কার্যক্রম সমূহ ।
সেবার সংক্ষিপ্ত বিবরণী:
১। উপজেলার আওতাধীন ওএমএস কার্যক্রমে সরকার কর্তৃক বরাদ্দকৃত এবং নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিক্রয়ের লক্ষ্যে ডিলার নিয়োগ, ডিলার সংখ্যা/ বিক্রয় কেন্দ্রের সংখ্যা নির্ধারন, বিক্রয় বার নির্ধারন এবং মাথাপিছু বিক্রয়ের পরিমান নির্ধারন।
২। উপজেলা ভিত্তিক খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, ডিলার নিয়োগ ও বিক্রয় সংক্রান্ত তথ্য।
৩।  উপজেলা ভিত্তিক ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের ফেয়ার প্রাইজ কার্যক্রমর আওতায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, ডিলার নিয়োগ ও বিক্রয় সংক্রান্ত তথ্য।
৪। উপজেলার খাদ্য গুদামের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য সংগ্রহের পরিমাণ, ক্রয়মূল্য, ক্রয়কেন্দ্র সম্পর্কে যথাযথ প্রচার। বিভিন্ন সংগ্রহ মৌসুমে সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তালিকাভূক্ত মিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে চালক্রয় এবং কৃষি কার্ডধারী কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে ধান/গম ক্রয় করা।
৫। খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স প্রদানের নিয়মাবলী ও ফি এর পরিমাণ এবং নবায়নের নিয়মাবলী ও ফি এর পরিমাণ সম্পর্কে প্রচারসহ খাদ্যশস্য লাইসেন্স ইস্যুকরন।
৬। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন খাদ্যশস্য বিতরন ব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের বরাদ্দ, বিতরন পরিমাণ, বিতরনের সময়সীমা।
সেবা প্রদানের সময়সীমা :
১। ক্রমিক ১,২,৩ ও ৪ সরকারী সিদ্বান্ত অনুযায়ী সময়।
২। ক্রমিক ৫ ও ৬  অফিস চলাকালীন সময়।